মহেশপুর উপজেলা খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার একটি উপজেলা। মহেশপুর উপজেলার আয়তন ৪১৯.৫৩ বর্গ কিঃমিঃ। এই উপজেলার উত্তর দিকে কোটচাঁদপুর উপজেলা ও জীবননগর উপজেলা, দক্ষিন দিকে চৌগাছা উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্ব দিকে চৌগাছা উপজেলা এবং পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ। মহেশপুর উপজেলা ১২ টি ইউনিয়ন নিয়ে গঠিত।

ইউনিয়ন

ঝিনাইদহ জেলায় মোট ৬৭টি ইউনিয়ন পরিষদ আছে। তম্মধ্যে, মহেশপুর উপজেলায় ১২টি ইউনিয়ন রয়েছে

১জন চেয়ারম্যান, ৩ জন মহিলা সদস্য ও ৯ জন মেম্বর নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত

মহেশপুর উপজেলাঃ

উপজেলা
ইউনিয়ন সমূহের নাম
মহেশপুর
(১২ টি ইউনিয়ন)
এস,বি,কে
পান্তাপাড়া
স্বরুপপুর
ফতেপুর
শ্যামকুড়
নেপা
কাজীরবেড়
বাঁশবাড়ীয়া
যাদবপুর
যাদবপুর
মান্দারবাড়ীয়া
আজমপুর


১. ফতেপুর ইউনিয়ন 

২. এস,বি,কে ইউনিয়ন 

৩. পান্তাপাড়া ইউনিয়ন

৪. স্বরূপপুর ইউনিয়ন 

৫. শ্যামকুড় ইউনিয়ন 

৬. নেপা ইউনিয়ন 

৭. কাজীরবেড় ইউনিয়ন 

৮. বাঁশবাড়ীয়া ইউনিয়ন 

৯. যাদবপুর ইউনিয়ন 

১০. নাটিমা ইউনিয়ন 

১১. মান্দারবাড়ীয়া ইউনিয়ন 

১২. আজমপুর ইউনিয়ন